ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, মে ২৪, ২০২৫
সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  

শনিবার (২৪ মে) দুপুর ১২টায় বাংলামোটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিতি থাকবেন।  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের পরপরই সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।  

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন শোনার পর শুক্রবার (২৩ মে) তার সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।  

এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও সাক্ষাৎ করেন। এসব ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

এফএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।