ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
বগুড়ায় যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

বগুড়া: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়া সদর উপজেলায় যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে সনি নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোকুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের মিজান ‍ও বিপুল গ্রুপের মধ্যে সংর্ঘের ঘটনা ঘটে।

এতে যুবদলের চারজন নেতা আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতা সনি মারা যান।

তিনি আরও জানান, আশঙ্কাজনক মিজানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অপর আহত হাকিম ও নেশা (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের দলীয় পদ নিশ্চিত করতে পারেননি তিনি।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।