ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ চায় খালেদা জিয়াসহ বিএনপি নির্বাচনে আসুক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩২, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
আওয়ামী লীগ চায় খালেদা জিয়াসহ বিএনপি নির্বাচনে আসুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম

নওগাঁ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ চায় খালেদা জিয়াসহ বিএনপি নির্বাচনে আসুক। আদালত খালেদা জিয়ার শাস্তি দিয়েছেন। এক্ষেত্রে আওয়ামী লীগের কোনো হাত নেই। সুতরাং জামিন দেওয়া না দেওয়া আদালতের সিদ্ধান্ত। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার খিরশিন মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।  

এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি ও নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন উপস্থিত ছিলেন।

পরে সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন মন্ত্রী।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।