ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে অসুস্থ জাসদ নেতাকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৯, ফেব্রুয়ারি ২২, ২০১৮
সৈয়দপুরে অসুস্থ জাসদ নেতাকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী সৈয়দপুরে অসুস্থ জাসদ নেতাকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর জাসদের প্রবীণ নেতা সামসুজ জোহাকে দেখে এসেছেন দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে শহরের নতুন বাবুপাড়ায় জোহার বাসায় পৌঁছান।

বাসায় গিয়ে মন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন।

এসময় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল্লাহিল কাইয়ুম, জাসদ সৈয়দপুর শাখার সভাপতি মাকসুদুল কাদের সোহাগ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজা-উদদৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী এসময় দলের নেতাকর্মীদের প্রতি অসুস্থ এই নেতার খোঁজ খবর নেওয়ার ও দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।