ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৮৮ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৭, ফেব্রুয়ারি ২১, ২০১৮
হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৮৮ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ: হবিগঞ্জে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শহরে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গউছের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বাধা দিলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ২০ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হন। এ সময় পুলিশ ৫৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান হবিগঞ্জ সদর থানার ওসি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।