ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আহত রামু উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌসের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৩, ডিসেম্বর ১০, ২০১৭
আহত রামু উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌসের মৃত্যু

কক্সবাজার: সড়ক দুর্ঘটনায় আহত রামু উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য এস এম ফেরদৌস মারা গেছেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। তিনি খুনিয়াপালং ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকাল ৫টায় খুনিয়াপালং নিজ এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা যায।

এর আগে শনিবার বিকেল ৫টায় কক্সবাজার শহরের সি-কুইন মার্কেটের সামনে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বিএনপি নেতা এস এম ফেরদৌস।

দুর্ঘটনার পরপরই তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়।  

ফেরদৌসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
টিটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।