ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

`বিএনপির সমাবেশ সফল করার আহ্বান’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, জানুয়ারি ২, ২০১৬
`বিএনপির সমাবেশ সফল করার আহ্বান’ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

ঢাকা: গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আগামী ৫ জানুয়ারি বিএনপির ডাকা সমাবশেকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (০২ জানুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টন যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত যৌথ সভায় তিনি এ আহ্বান জানান।



যুবদল সভাপতি উপস্থিত নেতাকর্মীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জান‍ান। এ সময় তিনি বলেন, ধৈর্য্য ও সাহসিকতার সঙ্গে অতীতের মতো যুবদল নেতাকর্মীদেরকে কাজ করে যেতে হবে এবং চলতি বছরের মধ্যেই খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলেও তিনি মন্তব্য করেন।

যুব দলের দফতর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।