ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বাগেরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
বাগেরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ জানুয়ারি) ভোরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।



বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, ভোরে কেউ আওয়ামী লীগের এ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে একটি টেলিভিশন, আসবাবপত্র ও কিছু কাগজপত্রসহ কার্যালয়ের একটি অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।
 
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনের জয়-পরাজয়কে কেন্দ্র করে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।