ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জাতীয় পার্টির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, ডিসেম্বর ৩০, ২০১৪
বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জাতীয় পার্টির

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারের ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা দুইদিনের হরতালের মধ্যে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির প্রতি এ আহ্বান জানান জাতীয় পাটির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবল‍ু।



তিনি জামায়াতের উদ্দেশে বলেন, আপনারা যদি গণতন্ত্রের ভাষায় কথা বলতে চান, তাহলে আমাদের দেড়মাস আগে ঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিকে সম্মান দেখিয়ে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করুন।

সাংবাদিকেদর প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, আমরা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে শিখেছি। হরতাল হলেও আমাদের কর্মসূচি হবেই।

বাবলু বলেন, জাতীয় পার্টি যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যানসহ অনেক নেতার মামলার রায় তাদের বিপক্ষে গেছে। কিন্তু, আমরা আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল দেইনি। বিচার বিভাগকে সম্মান করি।

তিনি আরো বলেন, আহ্বান জানাবো, হরতাল, জ্বালাও-পোড়াও থেকে বেরিয়ে আসার। কারণ, ২০১৩ স‍ালে অসংখ্য হরতাল-অবরোধ দিয়ে কোনো ফল পায়নি তারা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, এমপি, প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান, এমপি, আব্দুর সবুর আসুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলালে হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।