ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ডক্টর লিউ ইউয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবনা, রাজনীতির গতিপথ, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনা হয়।
ঢাকাস্থ চীন দূতাবাসে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এ বৈঠক হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব চীন সরকারকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালনের জন্য আহ্বান করেন। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চীনা বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গোলাম মসিহ, আন্তর্জাতিক উপকমিটির সদস্য প্রফেসর অ্যাডভোকেট ইমতেয়াজ আলম, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সচিব মু. রাজন সিকদার।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আগামী চরমোনাই মাহফিলে চীনা প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে চীনা মুসলিম কমিউনিটির নেতৃস্থানীয়দের বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়। চীন কর্তৃপক্ষের দিক থেকেও ইতিবাচক আগ্রহ প্রদর্শন করা হয়।
টিএ/জেএইচ