ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

রাজবাড়ীতে বিএনপির মিছিলে পুলিশি বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, ডিসেম্বর ২৯, ২০১৪
রাজবাড়ীতে বিএনপির মিছিলে পুলিশি বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে ২০ দলীয় জোটের হরতালের সমর্থনে বের করা বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে।

মিছিলটি প্রেসক্লাবের সামনে এলে পুলিশি বাধার মুখে পড়ে।

পরে প্রেসক্লাবের পাশে রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে সংক্ষিপ্ত সভা করে নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, সহ-সাধারণ সম্পাদক গাজী আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক আহসানুল করিম হিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কাসেম, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদল শাখার সভাপতি সোহেল মন্ডল, জেলা তরুণদলের সাধারণ সম্পাদক কাউসার মাহমুদ প্রম‍ুখ।

এদিকে, ঢিলেঢালাভাবে চলছে ২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। হরহতালে শহরের অধিকাংশ দোকানপাট ও দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।