ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

দেশবাসী হরতাল প্রত্যাখ্যান করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, ডিসেম্বর ২৯, ২০১৪
দেশবাসী হরতাল প্রত্যাখ্যান করেছে ছবি: জাহিদ‍ুল ইসলাম/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকাসহ সারাদেশের মানুষ হরতাল বিএনপির নেতৃত্বাধীন হরতাল প্রত্যাখ্যান করেছে। জনজীবন স্বাভাবিক রয়েছে।

বিএনপির হরতাল প্রত্যাখ্যান করায় ঢাকাসহ দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর জিরোপয়েন্ট এলাকায় খদ্দের মার্কেটের সামনে হরতাল বিরোধী এক সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত জোটের কর্মীরা আর রাজনৈতিক কর্মী নয় দুষ্কৃতিকারী। খালেদা জিয়া দুষ্কৃতিকারীদের নেত্রী। পেট্রলবোমা নিক্ষেপ কোনো রাজনৈতিক কর্মীর কাজ নয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ভারপ্রাপ্ত সভাপতি মেসবাহ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।