ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

হরতালবিরোধী মিছিলে উত্তাল বঙ্গবন্ধু অ্যাভিনিউ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
হরতালবিরোধী মিছিলে উত্তাল বঙ্গবন্ধু অ্যাভিনিউ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল দশটার পর থেকে আওয়ামী লীগসহ সহযোগী ও সমর্থক সংগঠনের শত শত নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে আলাদা ভাবে মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন।


IMG_1
আওয়ামী লীগ কার্যালয় থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, আওয়ামী প্রজন্মলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ওলামালীগ, আওয়ামী সমর্থক জোটসহ বিভিন্ন সংগঠনের ব্যনারে একের পর এক হরতালবিরোধী মিছিল বের হচ্ছে।

এসব মিছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, জিরো পয়েন্ট, পুরানা পল্টন মোড়,  স্টেডিয়াম এলাকা প্রদক্ষিণ করে। মিছিল থেকে নেতাকর্মীরা হরতালবিরোধী স্লোগান ‘অবৈধ হরতাল মানি না, মানবো না’ দেন।

মিছিলে মিছিলে গোটা এলাকা উত্তাল হয়ে উঠেছে।
IMG_2
গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। অন্যদিকে রাজপথে থেকে হরতাল মোকাবেলার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।  

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গুলশান কার্যালয়ে দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে হরতালের সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।