কুমিল্লা: ২০ দলের ডাকা দেশব্যাপী সোমবারের (২৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালে নাশকতার আশঙ্কায় কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ কন্ট্রোল রুম জানায়, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ২৫ নেতাকর্মী এবং জামায়াতের একজন কর্মী রয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪।