ঢাকা: বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সাম্প্রতিক সময়ে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভাগুলোতে জনস্রোত দেখে সরকার ভয় পেয়েছে। আর সে কারণেই ক্ষমতায় টিকে থাকতে জুলুম-নির্যাতন শুরু করেছে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের বক্তব্যের নিন্দা জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব। হানিফ তার বক্তব্যে ‘খালেদা জিয়া সারাদেশে কোথাও সমাবেশ করতে পারবেন না’ এমন মন্তব্য করলে তারা জবাবে রিজভী বলেন, সরকারকেও কোন সমাবেশ করতে দেওয়া হবে না। সম্মিলিত চেষ্টায় তা প্রতিহত করা হবে।
রোববার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় দলের পক্ষ থেকে ডাকা সোমবারের দেশব্যাপী হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি’র এই নেতা।
তিনি বলেন, হরতাল ঘোষণার পর সরকার বিএনপির ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সরকার জানেনা, নির্যাতন নিপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানান রুহুল কবির রিজভী আহমেদ। তিনি তাদের সকার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বাংলাদেশ সময় ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
** হরতাল সফল করার আহ্বান রিজভীর
** সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল