ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নুরকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৫, আগস্ট ৩০, ২০২৫
নুরকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা জামায়াত নেতারা।

ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষের জেরে গণধিকার পরিষদের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিষ্ঠুরভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।  

চিকিৎসার জন্য প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

তাৎক্ষণিক তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।  

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে জামায়াতের একটি টিম প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।  

এ সময় গণধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।  

জামায়াত নেতাদের মধ্যে ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবিব, মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মেসবাহ উদ্দিন প্রমুখ।  

নুরুল হক নুরকে দেখার পর জামায়াতের পক্ষ থেকে নূরুল ইসলাম বুলবুল উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।