মানিকগঞ্জ: নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশংকায় মানিকগঞ্জের ৬ উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) ভোরে পৃথক অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৩ জন, সিংগাইরের ২ জন, সাটুরিয়ায় ২ জন, শিবালয়, ঘিওর ও হরিরামপুরে ১ জন করে রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে
বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪