ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ছাগলনাইয়ায় শ্রমিকলীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৮, ডিসেম্বর ২৮, ২০১৪
ছাগলনাইয়ায় শ্রমিকলীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় পৌরসভার সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের সুবেদারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরান মহাসড়কের পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।



ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি এয়ার আহাম্মদ ডিপটি সম্প্রতি পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের সুবেদারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরান মহাসড়কের পাশে সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন।

স্থানীয় লোকজন অবৈধ দখলের বিষয়টি প্রশাসনকে জানালে প্রশাসনের পক্ষ থেকে এয়ার আহাম্মদ ডিপটিকে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়। পরবর্তীতে প্রশাসনের নির্দেশ অমান্য করে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রাখেন।

শনিবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সড়ক ও জনপথের জায়গায় নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

ইউএনও কাজী শহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এসময় অবৈধ স্থাপনা নির্মাণের জন্য রাখা ৬শ’ ফুট বালি জব্দ করা হয়।

এদিকে উচ্ছেদ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে এয়ার আহাম্মদ ডিপটি পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে শ্রমিক লীগ নেতা ডিপটি বাংলানিউজকে জানান, উচ্ছেদের সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। প্রশাসন যেহেতু নির্মাণ কাজে বাধা দিয়েছে, সেহেতু সেখানে আর কাজ করবো না।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।