ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

যুবদল সভাপতি আলাল আটক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, ডিসেম্বর ২৭, ২০১৪
যুবদল সভাপতি আলাল আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে লালমাটিয়ার বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ও মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।



বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

এদিকে, আটকের পর রাত ১২টার দিকে আলালকে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল সাহা জানান, নাশকতার আশঙ্কায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আলালের ছোট ছেল আরাফাত আবদুল্লা বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ১১টার দিতে হঠা‍ৎ পোশাকধারী ও গোয়েন্দা পুলিশ বাসায় যায়। দরজা খুলে দিলে তারা ভেতরে প্রবেশ করে। এরপর ঘর তল্লাশি করে বাবাকে নিয়ে যায়।

আপনারা কেন তাকে (আলাল) নিয়ে যাচ্ছেন পরিবারের এমন প্রশ্নের উত্তরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ওপরের নির্দেশ আছে।

ছেলে আরাফাত আবদুল্লা আরো বলেন, এ সময় বাড়ির নিচে পুলিশের ৪-৫টি গাড়ি দেখতে পাই।

বাবার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলোতে তিনি জামিনে আছেন বলেও উল্লেখ করেন ছেলে আবদুল্লা।

সোমবারের হরতালকে কেন্দ্র করে এ ঘটনা বলে মন্তব্য করেছেন যুবদলের নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন মামুন।

বকশিবাজার সংঘর্ষের ঘটনায় আলালকে গ্রেফতার দেখানো হতে পারে বলেও আশঙ্কা তার।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪/আপডেট: ০১০৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।