ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে মেয়রসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, ডিসেম্বর ২৭, ২০১৪
গাজীপুরে মেয়রসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরে হরতাল চলাকালে সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাস ভাংচুরের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ ৭৫জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আটক হয়েছেন তিনজন।



শনিবার (২৭ডিসেম্বর) বিকেলে গাজীপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আটককৃতরা হলেন, মো. তুলা মিয়া (২৪), মো. জুয়েল (২০) ও মো. জয়নাল (২০)

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকালে গাজীপুর থেকে পাঁচজন সাংবাদিক ঢাকা যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হরতালকারীরা গাড়ির উপর আক্রমণ করে। এসময় তারা গাড়ি ভাঙচুর করে চার সাংবাদিক যাত্রীর কাছ থেকে মারধর করে মোট ৪১ হাজার ৫শ’ টাকা ও এক লাখ টাকা মূল্যের দু’টি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।

আহতরা হলেন গাজীপুর রিপোটার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলম, সাধারণ সম্পাদক এম এ ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক মকবুল হোসেন, সামজকল্যাণ সম্পাদক বসির আহমেদ ও সদস্য আতিকুর রহমান।

এদিকে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে গাজীপুর শহরের ১৯ চত্বর মুক্তমঞ্চে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানান।  

এ ঘটনায় গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল ও সাধারণ সম্পাদক এ কে এম রিপন আনসারী নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ন্যায় বিচার দাবি করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।