বগুড়া: বগুড়া চেম্বার অব কমার্স ভবনে ঢিল মারাসহ শহরের বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন ছিড়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের সাতমাথা টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে উপস্থিত ছিলেন, বগুড়া শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শামীম, সুলতান মাহমুদ খান রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুর রহমান শামীম, জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল ও সাধারণ সম্পাদক মাশরাফি হিরোসহ আওয়ামী লীগ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪।