ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলার প্রতিবাদে বগুড়ায় আ’লীগের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, ডিসেম্বর ২৭, ২০১৪
ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলার প্রতিবাদে বগুড়ায় আ’লীগের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া চেম্বার অব কমার্স ভবনে ঢিল মারাসহ শহরের বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন ছিড়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের সাতমাথা টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে।

 

মিছিল চলাকালে উপস্থিত ছিলেন, বগুড়া শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শামীম, সুলতান মাহমুদ খান রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুর রহমান শামীম, জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল ও সাধারণ সম্পাদক মাশরাফি হিরোসহ আওয়ামী লীগ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।