ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় মিছিল করতে পারেনি বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, ডিসেম্বর ২৭, ২০১৪
বগুড়ায় মিছিল করতে পারেনি বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাজীপুর জনসভাস্থলে ১৪৪ ধারা জারির প্রতিবাদে শনিবার (২৭ ডিসেম্বর) বগুড়া শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।

পুলিশের পক্ষ থেকে মিছিল করতে দেওয়া হয়নি বলে যে প্রচারণা চালানোর চেষ্টা করছিল বিএনপি, সেটা কর্মসূচিতে অংশ নেওয়া অধিকাংশ বিএনপি দলীয় নেতাকর্মীরা মানতে নারাজ।



তারা বলেন, তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন কেন্দ্রীয় নির্দেশনা মেনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার জন্য। কিন্তু জেলার শীর্ষ নেতাদের
 অনুমতি না পাওয়ায় মিছিল করতে পারেননি তারা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মিছিল না করে কৌশলে শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে পুলিশের বাধার বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন বিএনপির শীর্ষ নেতারা।     

তবে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল বাড়ী তালুকদার বেলাল কিছুটা আক্ষেপ করেই বলেন, সকলেই মিছিল করার উন্মুখ হয়েছিল। কিন্তু কেন মিছিল করা হয়নি সে প্রশ্নের উত্তর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বাংলানিউজকে জানান, তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার যথেষ্ট ইচ্ছে ছিলো, একথা সত্য। কিন্তু অপ্রীতিকর ঘটনা এড়াতে মিছিল করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।       

প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, শহর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বকুল, সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ রুবেল, মাহবুব আলম শাহীনসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।