ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে বিএনপি-জামায়াত নেতাসহ আটক ৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, ডিসেম্বর ২৭, ২০১৪
রাজশাহীতে বিএনপি-জামায়াত নেতাসহ আটক ৩০ ছবি: প্রতীকী

রাজশাহী: পুলিশের বিশেষ অভিযানে মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী ও নওহাটা পৌর জামায়াতের রাজনৈতিক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুলসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর চারটি থানা এলাকায় বিশেষ অভিযান শুরু করে পুলিশ। নাশকতা রোধে বিএনপি ও জামায়াতের ৩০জন নেতাকর্মীকে আটক করা হয়।

এদের মধ্যে জামায়াত নেতা রফিকুল ইসলাম বকুলকে ২০১৩ সালে পবা উপজেলার সামনে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় এবং বিএনপি নেতা আনসার আলীকে ১৫১ ধারায় (নাশকতা প্রতিরোধ) গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বাকিদের বিরুদ্ধেও বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।