ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

শেরপুরে ২০ দলের মিছিল সমাবেশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, ডিসেম্বর ২৭, ২০১৪
শেরপুরে ২০ দলের মিছিল সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর (বগুড়া): কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুরে ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ডিসেম্বর) বিকেল ৫টায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে ২০ দলীয় জোট ও উপজেলা বিএনপির আহ্বায়ক  জানে আলম খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ার, শাহ আলম পান্না, স্বাধীন কুমার কুন্ডু, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, জামায়াত নেতা মানছুরুর রহমান, আফসার উদ্দিন আহমদ, আলতাব হোসেন, নাজমুল হক, কৃষকদল নেতা সফিকুল ইসলাম শফিক, যুবদল নেতা শাহাবুল করিম, আবু রায়হান, স্বেচ্ছাসেবকদল নেতা জাহিদুর রহমান ময়দান, ছাত্রদল নেতা জাকারিয়া মাসুদ, ফরহাদ হোসেন, আইয়ুব আলী মন্ডল, শিবির নেতা মাসুদ রানা, শামীম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।