শেরপুর (বগুড়া): কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুরে ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ডিসেম্বর) বিকেল ৫টায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে ২০ দলীয় জোট ও উপজেলা বিএনপির আহ্বায়ক জানে আলম খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ার, শাহ আলম পান্না, স্বাধীন কুমার কুন্ডু, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, জামায়াত নেতা মানছুরুর রহমান, আফসার উদ্দিন আহমদ, আলতাব হোসেন, নাজমুল হক, কৃষকদল নেতা সফিকুল ইসলাম শফিক, যুবদল নেতা শাহাবুল করিম, আবু রায়হান, স্বেচ্ছাসেবকদল নেতা জাহিদুর রহমান ময়দান, ছাত্রদল নেতা জাকারিয়া মাসুদ, ফরহাদ হোসেন, আইয়ুব আলী মন্ডল, শিবির নেতা মাসুদ রানা, শামীম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪