ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় বাসদের মিছিল ও সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, ডিসেম্বর ২৭, ২০১৪
বগুড়ায় বাসদের মিছিল ও সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে বগুড়ায় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী)।    

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের সাতমাথায় জেলা শাখার সম্বয়ক কমরেড শামছুল আলম দুলুর সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়।



সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য কমরেড আব্দুল হাই, কমরেড রঞ্জন কুমার দে, গাইবান্ধা জেলা শাখার সদস্য কমরেড আমিনুল ইসলাম, ছাত্রনেতা শীতল সাহাসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, দিনাজপুর ফুলবাড়ির বীর জনতা ২০০৬ সালে বুকের রক্ত দিয়ে এশিয়া এনার্জি কোম্পানিকে বিতাড়িত করেছিল। ফুলবাড়ি আন্দোলনে বিগত জোট সরকারের সময়ে ৬ দফা চুক্তি হলেও তা বাস্তবায়ন না করে বর্তমান সরকার ভিন্ন নামে এশিয়া এনার্জিকে পুনঃপ্রতিষ্ঠা করে আবারও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার চেষ্টা করছেন। এটি পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর।

তাই সরকারকে দেশের জনগণ ও পরিবেশের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।