কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিএনপির মিছিলে বাধা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের মজমপুর ট্রাফিক মোড় বিএনপির কর্মসূচিতে বাধা দেয় পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি মজমপুর ট্রাফিক মোড় ঘুরে পাঁচ রাস্তার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার মুখে সেখানেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রূমী, সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪