ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পাথরঘাটায় তারেক রহমানের কুশপুতুল দাহ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, ডিসেম্বর ২৭, ২০১৪
পাথরঘাটায় তারেক রহমানের কুশপুতুল দাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা(বরগুনা): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেল স্কয়ারে মনববন্ধন করেন।

মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী তরুণলীগ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুতুল দাহ করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী তরুণলীগের সভাপতি বায়েজীদ মোরশেদ রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক রিয়াজ, আব্দুল্লাহ আল নোমান শাওন ও রাসেল হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে তারেক রহমানকে বিদেশে থেকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।