পাথরঘাটা(বরগুনা): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী তরুণলীগ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুতুল দাহ করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী তরুণলীগের সভাপতি বায়েজীদ মোরশেদ রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক রিয়াজ, আব্দুল্লাহ আল নোমান শাওন ও রাসেল হোসেন প্রমুখ।
বক্তারা অবিলম্বে তারেক রহমানকে বিদেশে থেকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪