ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপি ফিরে আসবে নতুন উদ্যমে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, জানুয়ারি ৩১, ২০১৪
বিএনপি ফিরে আসবে নতুন উদ্যমে

ঢাকা: বিএনপি আবার নতুন উদ্যমে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্ব বৌদ্ধ ঐক্য ফেডারেশনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. সুকোমল বড়ুয়া।  

 

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর শাখা আয়োজিত “বর্তমান সরকার: গণতন্ত্র ও নির্বাচন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

 

 

তিনি বলেন, বিএনপি একটি শক্তিশালী গণতান্ত্রিক দল। এ দল টিকে আছে সাধারণ মানুষের ভালোবাসায়। তাই আমি আশা করি বিএনপি ফিরে আসবে, তারা আবার নতুন উদ্যমে গড়ে উঠবে।  

 

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ড. সুকোমল বলেন, যাদেরকে আওয়ামী লীগ এতোদিন ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করতো। সেই সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান-নৃতাত্ত্বিক গোষ্ঠী এখন আর তাদের সঙ্গে নেই। কারণ আওয়ামী লীগ সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রাশেদুল হাসান বলেন, বিএনপি সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়েছে কেননা সাধারণ জনগণের সঙ্গে বিএনপি নেতাদের কোনো সংযোগ ছিলো না এবং গত পাঁচ বছরে বিএনপি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে আন্দোলন করেনি।

 

তিনি বলেন, আমরা বিভিন্ন স্থানে যে আলোচনা করি তা বিএনপির উচ্চ পর্যায় পর্যন্ত যায়না। আমার মনে হয় দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যাওয়া উচিত ছিলো। কেননা নির্বাচনে আওয়ামী লীগ কারচুপি করুক বা না করুক বিএনপি ১২০-১৪০টি আসনে জয় পেত। আর এবার সংসদে থাকতে পারলে সামনের বার আরো অনেক শক্তিশালী দল হিসেবে নির্বাচনে লড়ে সরকার গঠন করতে পারতো।

 

তিনি আরো বলেন, এই কথা গুলো বলার কারণ হচ্ছে, বর্তমানে এই দেশের রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে না। এটি নিয়ন্ত্রিত হয় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যার মূল হোতা ভারত।

 

জাতীয় পেশাজীবী পরিষদের ঢাকা মহানগর সভাপতি লায়ন মু. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিদুল ইসলাম চৌধুরী, ড. হাসান রানা প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।