ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার বরিশাল-খুলনায় ফলাফল পাল্টে দিয়েছে: জয়নুল

ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
সরকার বরিশাল-খুলনায় ফলাফল পাল্টে দিয়েছে: জয়নুল

চট্টগ্রাম: বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘রাজশাহী ও রংপুরে সুষ্ঠু নির্বাচন হওয়ার পর সরকার বরিশাল ও খুলনা বিভাগে পৌরসভা নির্বাচনের ফলাফল পাল্টে দিয়েছে। ’

শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।



এ সময় চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম প্রমুখ।

ফারুক বলেন, ‘সরকারি দলের আচরণের কারণে সংসদে কথা বলা যায় না। মানববন্ধনও করা যায় না। এমনকি পল্টনেও সমাবেশ করা যায় না। এভাবে চলতে থাকলে এই চট্টগ্রাম থেকেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ’

এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের একটি মিছিল বের হলে পুলিশ প্রথমে বাধা দিলেও পরবর্তীতে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদণি করে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।