ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়াই যুদ্ধাপরাধী: বস্ত্র ও পাট মন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
খালেদা জিয়াই যুদ্ধাপরাধী: বস্ত্র ও পাট মন্ত্রী

রাজশাহী: বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘আওয়ামী লীগে কোনো যুদ্ধাপরাধী নেই। ’

তিনি বলেন, ‘খালেদা জিয়া নিজেই যুদ্ধাপরাধী।



মঙ্গলবার দুপুরে রাজশাহীতে বাংলাদেশ রেশম বোর্ড ও বিএসআরটিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জোট সরকারের আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া রাজশাহী রেশম কারখানা বর্তমান সরকারের সময়েই চালু করা হবে। ’

রেশম কারখানাটি চালু হলে রাজশাহীর প্রায় ২৫ হাজার লোকের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান তিনি।

রাজশাহী রেশম বোর্ডের সম্মেলনকে আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।