ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গাঁজা বিক্রির দায়ে ছাত্রদল নেতার ১৫ দিন কারাদণ্ড

রশিদ আল মুনান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

পিরোজপুর: গাঁজা বিক্রির অভিযোগে এক ছাত্রদল নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার ভ্রাম্যমাণ আদালত।

বুধবার জিয়ানগরের ইন্দুরকানী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় পত্তাশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. কবির হোসেন মৃধার চায়ের দোকান থেকে পাঁচ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ এর ১ টেবিলের ৭ এর ক ধারায়  নগদ ৫শ’ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, কবির দীর্ঘ দিন ধরে গাঁজার ব্যবসা করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।