ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির ২৪৯ পৌর মেয়র প্রার্থী চূড়ান্ত

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০
বিএনপির ২৪৯ পৌর মেয়র প্রার্থী চূড়ান্ত

ঢাকা: পৌরসভা নির্বাচনে বিএনপির বেশির ভাগ পৌর মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ২৬২ পৌরসভার মধ্যে ২৪৯ প্রার্থী বাছাই শেষ হয়েছে।



মামলার কারণে ১৩টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠান স্থগিত করেছেন আদালত।

এদিকে রাজনৈতিক কৌশলগত কারণে আগামী ২০ ডিসেম্বরের আগে সারা দেশের প্রার্থী তালিকা প্রকাশ করবে না বিএনপি।

বিএনপির পৌরসভা নির্বাচনে প্রার্থী বাছাই কমিটি সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র জানায়, যশোর ও খুলনায় ৩৩টি, হবিগঞ্জে ৫টি, চট্টগ্রামে ২৩ টি, বগুড়ায় ৭টি, সিরাজগঞ্জ ৫টি, টাঙ্গাইল ও ময়মনসিংহে ৯টি, বরিশাল ১২ টি, রাজশাহী ১৫টি ও ঢাকা বিভাগে ২২ টিসহ ২৪৯টি পৌর মেয়র  প্রার্থী বাছাই চূড়ান্ত করা হয়েছে।  

শরিক দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে কি-না তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান বিএনপি’র একজন সিনিয়র নেতা।

তবে আগামী ২৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হলেও প্রার্থী বাছাই ও চূড়ান্ত একক ভাবেই করছে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘খুলনা ও যশোর এলাকার প্রার্থী বাছাই চূড়ান্ত করা হয়েছে। এ তালিকা বুধবার দলের কেন্দ্রীয় অফিসে জমা দেওয়া হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘জোটগত না হলেও শরিকদের সঙ্গে কীভাবে সমঝোতা হবে তা খালেদা জিয়া আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ’  

এদিকে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ বাংলানিউজকে বলেন, ‘ঢাকা বিভাগের তালিকা প্রায় চূড়ান্ত। শুক্রবারের মধ্যেই সারাদেশের প্রার্থী তালিকা কেন্দ্রেীয় অফিসে জমা দেবে। ’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলানিউজকে বলেন, ‘খুব শিগগিরই পৌর প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ’

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।