ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

গাজা অভিমুখে আটক শহিদুল আলমের মুক্তিতে সরকারের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, অক্টোবর ৮, ২০২৫
গাজা অভিমুখে আটক শহিদুল আলমের মুক্তিতে সরকারের হস্তক্ষেপ চাইলেন ফখরুল মির্জা ফখরুল

ঢাকা: গাজা অভিমুখী কনশাস নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক ও খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

তিনি লেখেন, আমি সরকারকে শহিদুল আলমের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, আমি শহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরায়েলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে—যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সমস্ত সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন।  

আন্তর্জাতিক মহলে এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকারকর্মীরা শহিদুল আলমের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এসবিডব্লিউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।