গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেবো যে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের সব অন্যায়, অপরাধের বিরুদ্ধে সবসময় আপসহীনভাবে লড়াই করবো এবং সুষ্ঠু সমাজ গড়ে তোলার জন্য অর্থপূর্ণ ভূমিকা পালন করবো।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা-১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারদীয় শুভেচ্ছো বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের প্রতিষ্ঠা সভাপতি প্রতি বছরই এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আসেন এবারও তিনি এসেছেন। তবে তিনি অসুস্থ হুইল চেয়ারে করে শুভেচ্ছা জানাতে এসেছেন।
তিনি বলেন, আমাদের গণফোরাম সব সময় সনাতনী ধর্মাবলম্বীদের পাশে আছেন থাকবে। গণফোরাম জাতীয় মন্দিরে এসে শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শ্রাবণ মোস্তফা, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দারসহ দলের অন্যান্য নেতারা।
ডিএইচবি/জেএইচ