ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বাগছাস থেকে সরে হাসিব গেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৯, সেপ্টেম্বর ২৬, ২০২৫
বাগছাস থেকে সরে হাসিব গেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  হাসিব আল ইসলাম

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক থেকে পদত্যাগ করা হাসিব আল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক পদে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক করা হলো।  


এফএইচ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।