ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এনসিপির ১১ সদস্যের শৃঙ্খলা কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, এপ্রিল ২১, ২০২৫
এনসিপির ১১ সদস্যের শৃঙ্খলা কমিটি

ঢাকা: ১১ সদস্যের শৃঙ্খলা কমিটি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির তৃতীয় সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির প্রধান করা হয়েছে সংগঠনটির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন—যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, মুসা মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভুঁইয়া, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, দক্ষিণাঞ্চলের সংগঠক আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান এবং কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।