ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি: নাসিরুদ্দিন পাটোয়ারী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, মার্চ ২২, ২০২৫
হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি: নাসিরুদ্দিন পাটোয়ারী জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী

সিলেট: হাসনাত আবদুল্লাহ’র বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।

তিনি বলেছেন, হাসনাত আবদুল্লাহর রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করছেন।

তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। আমরা মনে করি, এটা শিষ্টাচার বহির্ভূত হয়েছে।

শনিবার (২২ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিলের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, রাষ্ট্রের বিভিন্ন ফাংশনারি যা যা আছে, আমরা দেখছি। সেনানিবাসের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। এই ধরনের হস্তক্ষেপ আমাদের কাছে কাম্য নয়।  

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন, আমরা তার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। বাংলাদেশে প্রধান উপদেষ্টা হোক বা যেকোনো রাজনৈতিক দল হোক, যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করণ, তাদের নিবন্ধন ও মার্কা- আদর্শ বন্ধ করণ প্রক্রিয়ায় বাধা দেবে, তাদের সঙ্গে আমাদের যুদ্ধ ও লড়াই হবে। সেই ক্ষেত্রে আমরা একটুও পিছপা হব না। আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব।

এদিকে, ইফতার পূর্ব ও পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকরা ছবি ও ভিডিও তুলতে গেলে অসদাচরণ ও ক্যামেরা কেড়ে নিতে চেষ্টা করেন দলটির নেতা-কর্মী ও সমর্থকরা। এর প্রেক্ষিতে সাংবাদিকরা ইফতার অনুষ্ঠান বয়কট করে চলে আসেন।

ইফতার না করেই সাংবাদিকদের বড় একটি অংশ কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে আসেন। পরে তারা সেন্টার সংলগ্ন রাস্তার পাশের একটি ছোট রেস্তোরাঁয় ইফতার করেন।

এছাড়া ছাত্রদের একটি পক্ষ ইফতার না করেই বেরিয়ে বাইরে গিয়ে বিক্ষোভ করে দলের নেতাকর্মীদের অশ্রাব্য গালিগালাজ করেন। ইফতার পরবর্তী সময়ে নেতাকর্মীরা আবারো মারামারিতে জড়িয়ে পড়েন। এতে শান্ত নামে লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এনইউ/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।