ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ গ্রেপ্তার ৪

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, অক্টোবর ৭, ২০২৪
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পৌর ছাত্রলীগ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৭ অক্টোবর) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফসার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার চারজনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

তিনি আরও জানান, রোববার গভীর রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।  

গ্রেপ্তার চারজন হলেন- কুলাউড়া থানার পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, পৃথিমপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হীরা মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা রিপন বখশ ও রকি হাসান রিংকু।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।