ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

রাজনীতি

ফেনীতে ২৪ ক্যান বিয়ারসহ ইউনিয়ন যুবলীগ সভাপতি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মে ২, ২০২৪
ফেনীতে ২৪ ক্যান বিয়ারসহ ইউনিয়ন যুবলীগ সভাপতি আটক 

ফেনী: সিএনজিচালিত অটোরিকশায় ২৪ ক্যান বিয়ার নিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন ফেনীর দাগনভূঞা সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ওমর ফারুক।  

বৃহস্পতিবার (২ মে) সকালে ফেনী-নোয়াখালী মহাসড়কের মাতুভূঞা ব্রিজ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওমর ফারুক সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের আবদুল হাই’র ছেলে।

পুলিশ জানায়, ফারুক ভোরে সিএনজিচালিত অটোরিকশা যোগে মাদকদ্রব্য বিয়ার নিয়ে দাগনভূঞার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাতুভূঞা ব্রিজ সংলগ্ন স্থানে অবস্থান নেয়। তাকে বহনকারী সিএনজি অটোরিকশা তল্লাশি করে ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ফারুক ও সিএনজি অটোরিকশাচালক মো. সোলায়মানকে গ্রেপ্তার করা হয়। চালক সোলায়মান সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের সুলতানের ছেলে।

দাগনভূঞা উপজেলা যুবলীগ সভাপতি ও ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল বলেন, মাদকসহ ফারুক গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছি। আলাপ-আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, বিয়ার উদ্ধারের ঘটনায় ফারুক ও সোলায়মানকে গ্রেপ্তার ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেপ্তার দুইজনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ০২, ২০২৪ 
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।