ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙলেন এমপি আদেলের সমর্থকরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙলেন এমপি আদেলের সমর্থকরা

নীলফামারী: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান নিজ এলাকা কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন।  

তার পথসভায় বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তারই সমর্থকরা।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান এমপি আহসান আদেলুর রহমান আদেল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়ে ক্ষমা চান তিনি৷ 

অপরদিকে একই স্থানে তার পথসভায় বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন সমর্থকরা।  

নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী কোমল পানীয় ও খাদ্য পরিবেশন করতে পারবেন না। কিন্তু তিনি আচরণবিধি লঙ্ঘন করে বিরিয়ানি পরিবেশন করেন।

এ সভায় আবার অনেকেই বিরিয়ানি পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে চেয়ার ভাঙচুর করেছেন। আর অনেকে বিরিয়ানি না পেয়ে ফিরে যাওয়ার সময় বলেছেন, আদেলের ডাকে আর কোনো সভায় তারা আসবেন না।

এ বিষয়ে কথা বলতে আদেলের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।  

বাংলাদেশ সময়:  ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।