ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

এ্যানির মুক্তির দাবিতে বিএনপির সংসদ সদস্যদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০১০

ঢাকা: বিএনপি’র সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার সংসদ ভবনের সামনে মানববন্ধন করছেন বিএনপি’র সংসদ সদস্যরা। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জয়নাল আবদীন ফারুক।



গত ২৭ জুন হরতাল চলাকালে সকালে শাহবাগে ছাত্রলীগের কর্মীরা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তি পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্পিকারের অনুমতি ছাড়া একজন সংসদ সদস্যকে গ্রেপ্তার ও হামলার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে বিএনপি’র ২৪ জন সংসদ সদস্য এ মানববন্ধনে অংশ নিচ্ছেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে সংসদ সদস্যরা স্পিকারের সঙ্গে দেখা করে এ্যানির মুক্তি দাবি করেন।

এছাড়া তার মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলনও করেন জয়নাল আবদীন ফারুক।

বাংলাদেশ সময়: ১১:১৪ ঘণ্টা, জুন ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।