ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নেতাকর্মী নিয়ে ‘মুজিব’ দেখলেন সালথা উপজেলা চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
নেতাকর্মী নিয়ে ‘মুজিব’ দেখলেন সালথা উপজেলা চেয়ারম্যান

ফরিদপুর: জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী নিয়ে উপভোগ করেছেন ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে জেলা শহরের ‘বনলতা’ সিনেমা হলে গিয়ে উপভোগ করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিকুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন গিয়াস, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, মো. বাকি বিল্লাহসহ শতাধিক নেতাকর্মী সিনামাটি উপভোগ করেন।

গত ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহের দুই শতাধিক স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।  

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।