ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজধানীতে পেশাজীবী কনভেনশন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
রাজধানীতে পেশাজীবী কনভেনশন শুরু

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির লক্ষ্যে এক দফা দাবিতে রাজধানীতে শুরু হয়েছে পেশাজীবী কনভেনশন।

বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে এ কনভেনশন শুরু হয়।


 
বিএনপি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এ কনভেনশনে সম্মিলিত পেশাজীবী পরিষদ ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠন অংশ নেওয়ার কথা রয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতা অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।