ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের সোমবারের সমাবেশ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, জুলাই ৩০, ২০২৩
আওয়ামী লীগের সোমবারের সমাবেশ স্থগিত

ঢাকা: আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সোমবারের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে।  

রোববার (৩০ জুলাই) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সামাদ্দার বাপ্পি বাংলানিউজকে এ কথা জানান।

সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে এ শান্তি সমাবেশ দিয়েছিল।  

এই দিন বিএনপিরও সারা দেশে সমাবেশ রয়েছে। তবে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর সমাবেশটি স্থগিত করে থানায় থানায় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে।

প্রলয় সামাদ্দার বাপ্পি জানান, কর্মসূচি বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। আমাদের কর্মসূচির পরবর্তী তারিখ ও স্থান নির্ধারণ করে পরে জানানো হবে। তবে এই দিন নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এসকে/এসএএইচ  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।