ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কোকোর প্যারোলের রুল ৭ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
কোকোর প্যারোলের রুল ৭ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল সংক্রান্ত রুল সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ সোমবার এই নির্দেশ দেন।



গত ২৬ আগস্ট বিচারপতি ওয়াহহাব মিয়া এবং বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ কোকোর প্যারোলের মেয়াদ ৪০ বাড়ানোর নির্দেশ দেন। একইসঙ্গে কেন তার প্যারোল বাতিলের নির্দেশ অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করা হয়। পরবর্তীতে আদালতের এই নির্দেশের বিরুদ্ধে সরকার আপিল করে।

সোমবার সরকারের ওই আপিল শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। এ সময়ের মধ্যে কোকোর প্যারোল সংক্রান্ত রুলের নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

কোকোর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আর সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।