ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘আমরা স্বাধীন করেছি, গড়ার দায়িত্ব নতুন প্রজন্মের’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
‘আমরা স্বাধীন করেছি, গড়ার দায়িত্ব নতুন প্রজন্মের’

সাভার (ঢাকা): ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে বলবো দেশ আমরা স্বাধীন করেছি, তাদের দায়িত্ব দেশকে গড়ে তোলার।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশ আমাদের। দেশটা স্বাধীন করেছি। অনেক কষ্ট করেছি। ভারতে ট্রেনিং নিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে জীবনের মায়া ত্যাগ করে আমরা যুদ্ধ করেছি।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমি মনে করি আওয়ামী লীগের উচিত দায়িত্ব নিয়ে সব রাজনৈতিক দলকে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা। যাতে হানাহানি, দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে পারি।

শ্রদ্ধা নিবেদনে জাতীয় পার্টির এ শীর্ষ নেতার সঙ্গে কেন্দ্রীয় সদস্য আবুল হাসনাত আজদের নেতৃত্ব কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এসএফ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।