ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ফতুল্লায় বিএনপির আরও ৫ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
ফতুল্লায় বিএনপির আরও ৫ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপির আরও ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৪ ডিসেম্বর) তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন—এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা আসালম হোসেন, যুবদল নেতা সেলিম, রবিউল, রবিন ও আলামিন।

এর আগে একই মামলায় শনিবার একজনকে ও শুক্রবার ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ফতুল্লায় থানায় তিনদিনে গ্রেফতার হলেন বিএনপির ১১ নেতাকর্মী।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) মাহাবুবুর জানান, ফতুল্লা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন।

গত ২১ নভেম্বর দিবাগত রাতে ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad