bangla news

ঘরে আগুন, মালিকের প্রাণ বাঁচালো কুকুর

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১০ ৯:৫৫:৩১ এএম
কুকুর

কুকুর

সারাদিন কাজের পর গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য ব্রায়ান র‌্যান্ড। হঠাৎ ভোরের দিকে পোষা কুকুরটি বারবার খোঁচাতে থাকে তাকে। সকাল সকাল বিরক্ত হলেও তাকে উঠেয়েই ছাড়ে নাছোড়বান্দা কুকুরটি। এরপরেই বুঝতে পারেন আসল ঘটনা।

বাড়িতে আগুন লেগেছে। পুরো ঘর ছেঁয়ে আছে ধোঁয়ায়। এ কারণে মালিকের প্রাণ বাঁচাতেই বারবার খোঁচাচ্ছিল প্রভুভক্ত কুকুরটি।  

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় ঘটেছে এ ঘটনা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন জানায়, সাউথ ক্যারোলিনার বেফোর্ট কাউন্টির পোর্ট রয়্যালের বাসিন্দা ব্রায়ান র‌্যান্ড।

তিনি বলেন, সোমবার (৭ অক্টোবর) ভোরে পোষা কুকুর কার্লি আমাকে ঘুম থেকে উঠার জন্য নাক দিয়ে ক্রমাগত খোঁচাচ্ছিল। তার সঙ্গে না পেরে আমি উঠে হাঁটা শুরু করলাম। বের হতে হতে দেখলাম, সারা ঘর ধোঁয়ায় ভরে গেছে।

স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানায়, বড় বিপদের আগেই ব্রায়ান তার কুকুরসহ ঘর থেকে বের হন ও ৯১১ নাম্বারে কল করেন।

ব্রায়ান র‌্যান্ড জানান, তিন বছর আগে তিনি কার্লিকে একটি অ্যানিমেল শেল্টারে খুঁজে পেয়েছিলেন। তখন থেকেই তার একাকী জীবনের প্রিয়তম বন্ধু হয়ে ওঠে কুকুরটি। তার কারণেই মূল্যবান মেডেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পদ আগুনের হাত থেকে রক্ষা করতে পেরেছেন ভিয়েতনাম-ফেরত সাবেক এ সেনাসদস্য।

তবে, আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এবি/একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-10 09:55:31