ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

অফবিট

বাসে মিললো ১০ ফুট পাইথন!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, সেপ্টেম্বর ২, ২০১৮
বাসে মিললো ১০ ফুট পাইথন! বাসে মিললো ১০ ফুট পাইথন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, দু’জন ব্যক্তি বিশালাকৃতির একটি পাইথন ধরে আছেন। ছবিটি দেখে কেউ কি কখনো ভাবতে পারবেন এ সাপটি বাস থেকে উদ্ধার করা হয়েছে! অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য। 

বিস্ময়কর ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির রাজঘাটে। মধ্যরাতে বাস ডিপোতে রেখে গ্যাস ভরার সময় সাপটি দেখে ভড়কে যান চালক।

তিনি নাকি বাস চালানোর সময় হিসহিস শব্দও শুনতে পেয়েছেন।  

রাজঘাট ডিপোর এক কর্মকর্তা বলেন, বাসের নিচ থেকে হিসহিস শব্দ শুনতে পেয়েছিলেন বাসটির চালক। তারপর আরও ভালোভোবে দেখতে গিয়ে খোঁজ মেলে ১০ ফুট লম্বা পাইথনটির। এরপর তিনি বিষয়টি ডিপোতে জানান।  

সাপটি উদ্ধার করে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার কাছে হস্তান্তর করেন ডিপো কর্তৃপক্ষ।  

বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার প্রধান নির্বাহী কার্তিক সত্যনারায়ণ বলেন, এ অঞ্চলের শহরে পাইথনের খোঁজ মেলা নতুন কিছু নয়। সম্ভবত সাপটি রাজঘাট এলাকার পিছনের জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। তবে ভালো লাগার ব্যাপার হলো- সাপের ক্ষেত্রে এখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে। তারা সাপ উদ্ধারের পর এখন আমাদের খবর দিচ্ছেন।  

এর আগে দিল্লিতে এক ব্যক্তি তার স্কুটার থেকে পেঁচানো অবস্থায় একটি পাইথন উদ্ধার করেন।  

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।