ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিক্ষক নিয়োগ মামলার তদন্তে অসন্তুষ্ট বিচারপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
শিক্ষক নিয়োগ মামলার তদন্তে অসন্তুষ্ট বিচারপতি

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (এসএসসি) সিবিআইয়ের নতুন স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আট সদস্যের সিটে যুক্ত করা হলো আরও ৪ জনকে।

পুরনো টিম থেকে বাদ দেওয়া হলো দুজনকে। সিটের প্রধান হিসেবে ফেরানো হলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডিআইজি অখিলেশ সিংকে।

শিক্ষক নিয়োগ তদন্তে সিবিআইয়ের কাজে ক্ষুব্ধ ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগেও তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, সিটের কয়েকজন সদস্য সঠিক মতো কাজ করছেন না। প্রয়োজনে ওই সদস্যদের পরিবর্তন করতে হবে।

বুধবার (১৬ নভেম্বর) তাই করলেন বিচারপতি। এ দিনের শুনানিতে বিচারপতি বলেন, সিবিআই খুব ধীরে কাজ করছে। কেন করছে, সেটা ওরাই জানে।

সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতির গতিপ্রকৃতি নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন বিচারপতি। বলেছিলেন, আসল অপরাধী কে তা সবাই জানেন, কিন্তু আমার জীবদ্দশায় তিনি বা তারা গ্রেফতার হবেন কিনা, তা জানা নেই।

চলতি বছরের ১৮ মে এসএসসি-র গ্রুপ ‘ডি’ নিয়োগ মামলায় ৫৪২ জন নিয়োগ হওয়া অযোগ্য প্রার্থীদের নিয়োগ খতিয়ে দেখতে সিবিআইকে নির্দেশ দিয়েছিলে বিচারপতি। তদন্ত দ্রুত করতে গত ১৭ জুন আদালত সিবিআইয়ের ৬ জন সদস্যকে নিয়ে সিট গঠন করে। ৬ মাসের মধ্যে অযোগ্যদের জেরা শেষ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ৫ মাসে কেটে গিয়েছে, এখনও পর্যন্ত তাদের মধ্যে মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করতে পেরেছে সিট।

এ দিন বিচারপতি বলেন, ৫৪২ জনের মধ্যে মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। অর্থাৎ গত পাঁচ মাসে মাত্র ১০ শতাংশকে জিজ্ঞাসাবাদ করা হলো কেন? সিটের যুক্তি, বৃহত্তর ষড়যন্ত্রের গভীরে পৌঁছানোর চেষ্টা চলছে। কাদের থেকে কারা ঠিক কত টাকা নিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে, তাই বিলম্ব হচ্ছে। তবে চার্জশিটে সকলের নাম থাকবে বলে জানায় সিবিআই। এরপরই তদন্তের দ্রুত করার জন্য কড়া পদক্ষেপের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আগের দুই সদস্যকে সরিয়ে নতুন চার সিবিআই সদস্যর অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

দল থেকে পড়েছে সিবিআইয়ের ডেপুটি সুপার পদমর্যাদার কর্তা কেসি রিসিনামেল ও ইন্সপেক্টর ইমরান আশিক। নতুন যে চার কর্তা সিটের সদস্য হিসেবে আনা হচ্ছে তারা হলেন—অংশুমান সাহা, বিশ্বনাথ চক্রবর্তী, প্রদীপ ত্রিপাঠী এবং ওয়াসিম আক্রম। এই চারজনই ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা।

এছাড়া সিটের প্রধান হিসাবে ফেরানো হচ্ছে সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংকে। আগামী সাতদিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।